Pages

Sunday, December 20, 2020

কম্পিউটার কী ? (What is Computer)

কম্পিউটার হল এমন একটি দ্রুতগতিসম্পন্ন ইলেকট্রনিক গণকযন্ত্র, যা ব্যাবহারকারীর (User/Liveware) দেওয়া নির্দেশগুলিকে (Input) গ্রহণ করে সেগুলিকে বিশ্লেষণ (Process) করে ফলাফল (Output) দেয়, এবং প্রয়োজনে নির্দেশ মত স্মৃতিতে (Memory) সঞ্চয় করে রাখে। 


আবার বিস্তারিত ভাবে বলতে গেলে এভাবেও বলা যায়-

"কম্পিউটার বা গণকযন্ত্র বা পরিগণক হল লক্ষাধিক ইলেকট্রনিক উপাদানে তৈরী দ্রুত গতিসম্পন্ন একটি জটিল ইলেকট্রনিক যন্ত্র (প্রকৃতপক্ষে  সিস্টেম) যা সংশ্লিষ্ট বিবিধ যন্ত্রাদির সহযোগিতায় খুব সহজে সঠিক ডাটা সঠিকভাবে পরিচালনা করে অর্থাৎ ডাটা সংগ্রহ (Collection by Input), ডাটা সংরক্ষণ এবং নির্দেশাবলী মেনে স্বয়ংক্রিয়ভাবে ধাপে ধাপে বা ক্রমানুসারে যৌক্তিক, গাণিতিক ও অন্যান্য কর্ম সম্পাদন করে এবং প্রয়োজন মত ফলাফল (Output) দেয়।"  

 -- (প্রনব কুমার নায়ক এর বই থেকে প্রাপ্ত)

কম্পিউটার প্রধানতঃ চারটি কাজ সম্পন্ন করে যেগুলি হল - ১। তথ্য বিশ্লেষণ (Data Processing)  ২। তথ্য সঞ্চয় (Data Storing) ৩। তথ্য প্রেরণ বা আদান-প্রদান ( Data Transfer or Transmission or Movement) ৪।  নিয়ন্ত্রণ (Control)।

কম্পিউটারের কাজ (Function of a Computer)

কম্পিউটারের প্রধান কাজগুলি হল-

  • ব্যাবহারকারীর কাছ থেকে  নির্দেশগুলি (Input) গ্রহণ করা।
  • নির্দেশগুলিকে (Input) বিশ্লেষণ (Process) করা।
  • ফলাফলগুলিকে (Output) প্রদর্শন করা।
  • তথ্য (Data) ভবিষ্যতের  জন্য  মেমোরিতে সঞ্চয় করে রাখা।



No comments:

Post a Comment

কম্পিউটার-এর বিবর্তন (Evolution of Computer)

কম্পিউটার-এর বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস ছকের সাহায্যে দেওয়া হল:- যন্ত্রের নাম আবিষ্কারের সময়কাল আবিষ্কারকের নাম ...