Pages

Friday, December 25, 2020

কম্পিউটার-এর বিবর্তন (Evolution of Computer)

কম্পিউটার-এর বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস ছকের সাহায্যে দেওয়া হল:-

যন্ত্রের নাম আবিষ্কারের সময়কাল আবিষ্কারকের নাম যন্ত্রগুলির বৈশিষ্ট্য
অ্যাবাকাস (Abacus) 5000 বছর পূর্বে চীন দেশে অজানা অ্যাবাকাস হল পৃথিবীর প্রথম গণক যন্ত্র।
ধাতু বা কাঠের ফ্রেমের ভিতর কয়েক সারি তার থাকে। এই তারের মধ্যে কিছু পুঁতি থাকে।
হাতের সাহায্যে পুঁতিগুলিকে উপরে নীচে সরিয়ে সাধারণ যোগ-বিয়োগ করা হয়।
চীন দেশে এই যন্ত্রের প্রথম ব্যবহার দেখা যায়।
জাপানে এর নাম দেওয়া হয় "সরোব্যান"
নেপিয়ারস্ বোন (Napier's Bone) 1617 খ্রীষ্টাব্দ জন নেপিয়ার এটি একটি হস্তচালিত যন্ত্র।
এই যন্ত্রটিতে 10 টি রেখাঙ্কিত দন্ড থাকে।
এই দন্ডগুলির সাহায্যে যোগ-বিয়োগ ছাড়াও দুটি বড় সংখ্যার গুণও করা যেত।
ওট্রেডের স্লাইড রুল (Oughtred's Slide Rule) 1632 খ্রীষ্টাব্দ উইলিয়াম ওট্রেড গুণ ও ভাগ করা যেত।
পাসকালিন (Pascaline) 1642 খ্রীষ্টাব্দ ব্লেস পাসকাল এই গণকযন্ত্রটি ছোট ছোট কিছু চাকার সাহায্যে তৈরি।
এই গণকযন্ত্রটিতে চার সারির যোগ ছাড়াও বিয়োগ, গুণ,ও ভাগ করা যেত।
এই যন্ত্রটিকেই প্রথম ক্যালকুলেটর হিসেবে আখ্যা দেওয়া হয়।
স্টেপড রেকনার (Stepped Reckoner) 1671 খ্রীষ্টাব্দ গডফ্রে লেবনিজ এটিই প্রথম মেকানিক্যাল ক্যালকুলেটর।
পাসকালিন যন্ত্রের ব্যাপক উন্নতি সাধন করে এই যন্ত্রটি তৈরি করা হয়।
এই যন্ত্রটির সাহায্যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ ছাড়াও বর্গমূল করা যায়।
জ্যাকোয়ার্ডের তাঁত (Jacquard's Loom) 1801 খ্রীষ্টাব্দ জোসেফ মেরি জ্যাকোয়ার্ড ছিদ্রযুক্ত কার্ড (পাঞ্চকার্ড) এর প্রথম ব্যবহার
ডিফারেন্সিয়াল ইঞ্জিন (Differential Engine) 1822 খ্রীষ্টাব্দ চার্লস ব্যাবেজ এই যন্ত্রটিই প্রথম তথ্য সঞ্চয় করার ধারনা দেয়।
যন্ত্রটির সাহায্যে বর্গ ও বর্গমূল করা যেত।
এই যন্ত্রটির একসাথে অনেকগুলি কাজ করার ক্ষমতা ছিল।
অ্য়ানালিটিক্য়াল ইঞ্জিন (Analytical Engine) 1833 খ্রীষ্টাব্দ চার্লস ব্যাবেজ এই যন্ত্রটির সাহায্যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, বর্গমূল করা যায়।
এই যন্ত্রটিতেই প্রথম Input → Process → Output ধারনাটি প্রয়োগ করা হয়েছিল।
যন্ত্রটিতে এসেম্বলি ভাযায় প্রোগ্রাম করার ব্যবস্থা ছিল এবং সফটওয়্যার ব্যবহার করার সুবিধা ছিল।
হলেরিথস্ ট্যাবুলেটর (Holarith's Tabulator) 1890 খ্রীষ্টাব্দ হারম্যান হলেরিথস এটি একটি ছিদ্রযুক্ত কার্ড (পাঞ্চকার্ড) যা আমেরিকার জনগণনার কাজে ব্যবহৃত হয়।
এর সাহায্য়ে তথ্য সংরক্ষণ ও সরবরাহ করা হয়।
এই যন্ত্রটি ছিল স্বয়ংক্রিয়।
মার্ক - I (MARK-I) 1944 খ্রীষ্টাব্দ হাওয়ার্ড আইকেন চার্লস ব্যাবেজের পরবর্তীকালে এটিই প্রথম স্বয়ংক্রিয় ইলেকট্রনিক মেকানিক্যাল কম্পিউটার।
পাঞ্চকার্ড প্রযুক্তি অনুসরণ করে এটিকে তৈরি করা হয়েছিল।
এই যন্ত্রটিতে 3000 টি স্যুইচ ছিল এবং গাণিতিক কাজের দ্রুত সমাধান এর দ্বারা সম্ভব হয়েছিল।
এনিয়াক (ENIAC) 1946 খ্রীষ্টাব্দ জে.পি.একার্ট ও জন মকলে এটি আকারে বিশাল ছিল।
যন্ত্রটি সেকেন্ডের ভগ্নাংশ অর্থাৎ মাইক্রো সেকেন্ডে দুটি সংখ্যার যোগ করতে পারত।
যন্ত্রটি সেকেন্ডে 5000 যোগ বা বিয়োগ নির্ণয় করতে পারতো।
ইউনিভ্যাক-১ (UNIVAC-1) 1951 খ্রীষ্টাব্দ জে.পি.একার্ট ও জন মকলে UNIVAC-1 প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার হিসাবে পরিগণিত হয়।
পরবর্তীকালে বাণিজ্যিক ও প্রশাসনিক কাজে এই কম্পিউটার ব্যবহার করা হয়।
এডভ্যাক (EDVAC) 1952 খ্রীষ্টাব্দ জন ভন নিউম্যান এই কম্পিউটারেই সর্বপ্রথম বাইনারি গণিতের ব্যবহার লক্ষ্য করা যায়।
সঞ্চিত প্রোগ্রামের ধারণা (Stored Program Concept) উদ্ভাবন।
IBM-650(EDVAC) 1964 খ্রীষ্টাব্দ IBM Co. কম্পিউটারের বাণিজ্যিক ক্ষেত্রের সূচনা।
Microprocessor 1971 খ্রীষ্টাব্দ BUSI COM-এর বিজ্ঞানীদল মাইক্রোপ্রসেসর আবিষ্কারের ফলে পোর্টেবল সিস্টেমের ক্রমবিকাশ।

No comments:

Post a Comment

কম্পিউটার-এর বিবর্তন (Evolution of Computer)

কম্পিউটার-এর বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস ছকের সাহায্যে দেওয়া হল:- যন্ত্রের নাম আবিষ্কারের সময়কাল আবিষ্কারকের নাম ...