Pages

Thursday, December 24, 2020

কম্পিউটারের কর্মক্ষমতা তথা গুণ এবং সীমাবদ্ধতা (Capabilities and Limitation of a Computer)


কর্মক্ষমতা / গুণ / বৈশিষ্ট্য ( Features of Computer)

1. গতি (Speed) - আমরা জানি যে কম্পিউটারের সাহায্যে অনেক জটিল গণনা করা সম্ভব। তবে কিছু কিছু গণনার ক্ষেত্রে সময়ের বিশেষ ভূমিকা থাকে। হিসেব নিকেশ বা তথ্য বিশ্লেষণ সংক্রান্ত যে-কোন কাজই মানুষের চাইতে কম্পিউটার দ্রুত গতিতে করতে পারে। কাজ করার এই গতি MIPS (Million Instructions Per Second) এককে পরিমাপ করা হয়, অর্থাৎ কম্পিউটার কোন জটিল গণনার কাজ এক সেকেন্ডের এক লক্ষ ভাগের এক ভাগ সময়ে সম্পন্ন করতে পারে।
2. স্বয়ংক্রিয়তা (Automation)- সমস্ত ইলেকট্রনিক যন্ত্রের মত কম্পিউটারও স্বয়ংক্রিয়। ব্যবহারকারী সঠিক নির্দেশ (Instruction/ Input) দিলে এটি সব কাজই স্বয়ংক্রিয় ভাবে পর পর করে যেতে পারে।
3. নির্ভুলতা (Accuracy) -  মানুষ যন্ত্র ছাড়া দ্রুত গণনা করার চেষ্টা করলে ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়। অথচ কম্পিউটার শুধু দ্রুত গণনাই করে না, একেবারে নির্ভুল ফলাফল প্রদান করে যদিনা ব্যবহারকারীর নির্দেশে কিছু ভুল থাকে।
4.পুনরাবৃত্তির দক্ষতা/অধ্যবসায় (Repetitiveness or Diligence ) - একই কাজ বারবার করার জন্যে মানুষ ক্লান্ত ও বিরক্ত হয়। কম্পিউটার একই কাজ পুনঃ পুনঃ লক্ষাধিক বার করতে পারে, অতি অল্প সময়ে এবং প্রতিবার একইরকম নির্ভুল ভাবে।
5.সঞ্চয় ক্ষমতা (Storage Capacity)- কম্পিউটারের স্মৃতি (Memory) তে বিপুল পরিমাণ তথ্য ভবিষ্যতে ব্যবহার করার জন্য সঞ্চয় করে রাখা যায়।
6. বহুমুখিতা (Versatility)- কম্পিউটার উপযুক্ত প্রোগ্রামের সাহায্যে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের কাজ অনায়াসে এবং দ্বিধাহীনভাবে করে চলেছে, যেমন- টাইপ করা, ছবি আঁকা, গান শোনা, গেমস্ খেলা ইত্যাদি। যা কম্পিউটারকে অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রের থেকে আলাদা করেছে।

কম্পিউটারের সীমাবদ্ধতা (Limitations Of Computer) -
1. সাধারণ জ্ঞানের অভাব (Lack of Common Sense)- কম্পিউটার যেহেতু একটি যন্ত্র, তাই এটি চিন্তা করতে পারে না। এর কোন সাধারণ জ্ঞান নেই। সবকিছু প্রোগ্রামে দেওয়া নির্দেশ অনুযায়ী বিচার করে। 
2. সংশোধনের অক্ষমতা (Inability to Correct)- কম্পিউটার সম্পুর্ন ভাবে নির্দেশ (Instruction/ Input) এর  উপর নির্ভর করে কাজ করে। ভুল নির্দেশ সংশোধন করার ক্ষমতা এর নেই।
3. পরনির্ভরশীলতা (Dependency)- চালু হওয়া থেকে বন্ধ হওয়া পর্যন্ত কম্পিউটার ব্যবহারকারীর নির্দেশের উপর নির্ভরশীল।
4.গন্ধ প্রদানে অক্ষমতা (Inability to Provide Smell)- কম্পিউটার আমাদের গন্ধ ছাড়া প্রায় সমস্ত কিছুই Output রূপে দিয়েছে- রং (Colour/Color), লেখা (Text), শব্দ (Sound), ছবি(Image/Graphic) ইত্যাদি। 
হয়ত আগামী প্রজন্মের কম্পিউটার এই সীমাবদ্ধতা গুলো  কাটিয়ে উঠবে।

No comments:

Post a Comment

কম্পিউটার-এর বিবর্তন (Evolution of Computer)

কম্পিউটার-এর বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস ছকের সাহায্যে দেওয়া হল:- যন্ত্রের নাম আবিষ্কারের সময়কাল আবিষ্কারকের নাম ...